রাজধানীর হাতিরঝিল থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। তাঁর নাম মো. আলমাস হোসেন।
গতকাল শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হাতিরঝিল থানার মগবাজার আড়ং প্লাজার সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর জোনাল টিম। খবর ডিএমপি নিউজের।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, কিছু মাদক কারবারি হাতিরঝিল থানার মগবাজার আড়ং প্লাজার সামনে মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে সংবাদ পান। ওই সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা এই কর্মকর্তা।