চাঁদপুরের হাজীগঞ্জ থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর ) হাজীগঞ্জ থানার এসআই মোহাম্মদ আবদুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের এনায়েতপুর সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার সময় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. মামুনকে (১৮) গ্রেপ্তার করে।
উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য
৮০ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।