চাঁদপুরের হাজীগঞ্জ থানাপুলিশ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
চাঁদপুর থানার একটি টিম আজ ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন ৫নং সদর ইউনিয়নের উচ্চাঙ্গা এলাকায় চাঁদপুর টু কুমিল্লাগামী রাস্তার উপর চেকপোস্ট করাকালে বোগদাদ নামীয় বাসে ( নম্বর-ঢাকা মেট্রো-ব-১৫-৭২২৫) তল্লাশি চালায়। সেখান থেকে মো. রাসেল ওরফে শাহীন নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার মাদক কারবারি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন।
তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।