চাঁদপুরের হাজীগঞ্জে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত সোয়া ১১টার দিকে হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে ওই থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, হাজীগঞ্জ থানার এসআই মো. মহসিন কবির ও সঙ্গীয় ফোর্স আলীগঞ্জ গ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে পাকা রাস্তার ওপর থেকে শামীম মোল্লা বাবু ওরফে কসাই বাবুকে (৩৬) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। শামীম মোল্লা হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগাইশ গ্রামের জহিরুল ইসলাম মোল্লার ছেলে। শামীমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।