ক্রাইম নিউজমেট্রোপলিটন পুলিশসিএমপি , চট্টগ্রামহাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার সিএমপির বন্দর থানার সিএমপি প্রতিনিধি - ডিসেম্বর ২৩, ২০২৩66সিএমপির বন্দর থানার অভিযানে গ্রেপ্তার তিনজন। ছবি: সিএমপিচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে এক হাজার ২৫টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বন্দর থানাধীন ধুমপাড়া এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ মো. মিরাজ, মো. জালাল ও মো. রাব্বিকে গ্রেপ্তার করা হয়।