রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে একটি চোরাই ইজিবাইকসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সেলিম ব্যাপারী ও মো. মোর্শেদ আলম। ওই সময় তাঁদের হেফাজত থেকে একটি ইজিবাইক, ইজিবাইকের চারটি ব্যাটারি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ পিপিএম বলেন, ‘হাজারীবাগ থানার চরওয়াশপুর সদাগর কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের গেটের সামনে দুজন ব্যক্তি চোরাই ইজিবাইক বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়।’
দুজনের নামে হাজারীবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।