সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে সড়কসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা।
এ ছাড়া নদনদী, পর্যটন স্পষ্টগুলোও পানিতে কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির শুক্রবার এই সতর্কতা জারি করেন। খবর দ্য ডেইলি স্টারের।
ইউএনও বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অতিবৃষ্টির ফলে তাহিরপুর উপজেলার প্রতিটি নদ-নদী, হাওর ও খাল-বিল কানায়-কানায় পানিতে পূর্ণ। বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ সময় নদী ও হাওরের পানিতে প্রচুর ঢেউ হচ্ছে যা চলাচলকারী নৌকাগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
পাশাপাশি ব্যাপক বজ্রপাত সংঘটিত হচ্ছে। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় নদী বা হাওরে ভ্রমণ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাকে বিশেষ করে পর্যটকগণকে অনুরোধ করা হলো।