
হাইওয়ে পুলিশ গাজীপুর ও ময়মনসিংহ রিজিয়নের যৌথ উদ্যোগে রোববার বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের কর্ণধার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)।
কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশপ্রধান সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অতিরিক্ত আইজি হাইওয়ে পুলিশ গাজীপুর ও ময়মনসিংহ রিজিয়নের সব কর্মকর্তা ও সদস্যদের নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়াও তিনি মহাসড়কে সব ধরনের অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের উদ্ধৃত অংশ তুলে ধরেন এবং জানান, জাতির পিতা বলেছিলেন, ‘তোমরা এমন পুলিশ হবে যার জন্য আমি গর্ববোধ করব, তোমরা জনগণের পুলিশ হবে।’
সর্বোপরি তিনি সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন।
তিনি সালনা হাইওয়ে থানা ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।