হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের আওতাধীন তামাবিল হাইওয়ে পুলিশ একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে দুজনকে।
আজ ৩০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এ সময় সিলেট থেকে ঢাকাগামী মিনিট্রাক (রেজি. নং-ঢাকা মেট্রো-গ-১২-২০২৯) তল্লাশি করে চোরাচালান করে আনা ২০৮ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ট্রাকচালক মো. সোহাগ (৪০) ও হেলপার রতন মিয়াকে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।