হবিগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে ২১ মে (শনিবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. শহিদ মিয়া (৩৫)। তাঁর কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৮০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থানা-পুলিশের একটি দল ২১ মে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শাহজীবাজার এলাকায় চেকপোস্ট বসায়। সেখানে তল্লাশির সময় দুপুর পৌনে ১টার দিকে গাঁজা, ইয়াবাসহ শহিদ মিয়া গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।