হবিগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যালয় ও আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশ লাইনসে ১০ জানুয়ারি পুনাক কার্যালয়ের উদ্বোধন করেন হবিগঞ্জ পুনাক সভানেত্রী তাহেরা রহমান।
জেলা পুলিশ জানায়, হবিগঞ্জ পুনাক কার্যালয় ও পুনাকের আনুষ্ঠানিক কার্যক্রম ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পুনাক সভানেত্রী তাহেরা রহমান। এ সময় তাঁকে হবিগঞ্জ জেলা পুনাক-এর সব সদস্য ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি হবিগঞ্জ জেলা পুনাকের অন্য নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে একটি সাধারণ সভা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুনাক-এর নেতৃবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও পুনাক সদস্যরা।