হবিগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেঝে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে ৫ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম চুনু মিয়া (৬০), নজরুল ইসলাম (৩০), মো. মোছাব্বির মিয়া (৪০), দুলাল মিয়া (৩৫), আলী আহমদ (৩০), সোহেল রানা (৩৫), মো. আজিজুর রহমান (২৫) ও সুমন মিয়া (৩৫)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ৫ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ৩টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার রিচি অগ্নিকোনা এলাকায় চুনু মিয়ার বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাকেসহ আটজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে ১১ হাজার ৫০০ টাকা ও মোট ০৪ প্যাকেট তাস জব্দ করা হয়েছে।