মাধবপুরে ট্রাকচাপায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহতের ঘটনায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শাহপুর এলাকার বাদশা কোম্পানির গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা ৫ যাত্রী নিহত হয়েছেন।

ওসি জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিবারের লোকজন এলে বিস্তারিত জানা যাবে। সূত্র : আজকের পত্রিকা