কুড়িগ্রামে দেড় বছর ধরে পলাতক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রৌমারী থানা-পুলিশ।
পুলিশ জানায়, রৌমারী থানাধীন গাছবড়ি গ্রামের মিলন মিয়ার সঙ্গে পোশাক সেলাই খারাপ হওয়া নিয়ে কথা-কাটাকাটি হয় নুরুজ্জামাল ও অন্যদের। এর একপর্যায়ে গ্রেপ্তার নুরুজ্জামাল ও তাঁর সহযোগীরা গত ১২ ফেব্রুয়ারি মিলনকে পিটিয়ে হত্যা করেন।
পরবর্তী সময়ে আসামি নুরুজ্জামাল প্রায় দেড় বছর পলাতক থাকলেও রৌমারী থানার একটি চৌকস দল বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাঁর অবস্থান শনাক্ত করে শুক্রবার রৌমারী থানা এলাকা থেকে নুরুজ্জামালকে (৪৫) গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি নুরুজ্জামাল দেড় বছর ধরে পলাতক অবস্থায় বিভিন্ন জেলায় অবস্থান করেন। পরবর্তী সময়ে রৌমারী থানার একটি চৌকস দল তাঁর সর্বশেষ অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও কেউ জড়িত আছে কি না, সেই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।’