পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে উলিপুর থানাধীন নামজের চর তদন্তকেন্দ্রের পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকা থেকে আসামি সুলতান (২৫) ও শফিকুলকে (৩২) গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানা-পুলিশ জানায়, গত জুনে উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নে চরের জমি নিয়ে সংঘর্ষে মক্তব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় উলিপুর থানায় মামলা করেন তাঁর ছেলে। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জয়পুরহাটের পাঁচবিবি থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামি শফিকুল এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।