নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আউয়ালকে (৫৫) গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তার আব্দুল আউয়ালের বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে আব্দুল আউয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১১ মার্চ) রাতে জেলা শহর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
২০২২ সালে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের ১০ এপ্রিল কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হন। এই হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি। সূত্র: ঢাকা পোস্ট