কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার সংবাদ পায় সদর থানা-পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ ঘণ্টার মধ্যে স্বামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির নাম মো. মোকলেছুর রহমান (৪৫)। তিনি কুড়িগ্রাম সদরের শিবরাম এলাকার বাসিন্দা। তাঁকে দিনাজপুরের নবাবগঞ্জ থানা থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কুড়িগ্রাম সদর থানার একটি দল দ্রুততার সঙ্গে প্রাথমিক তদন্ত করে হত্যার মূল রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেপ্তার করে। উক্ত বিষয়ে তদন্ত চলমান রয়েছে।