সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যান ইউ) প্লেমেকার ব্রুনো ফার্নান্দেস।
সোমবার সকালের এ দুর্ঘটনায় আহত হননি কেউই।
২৭ বছর বয়সী মিডফিল্ডারের ব্যক্তিগত গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির, তবে দুই গাড়ির সবাই অক্ষত ছিলেন।
রালফ রাংনিকের স্কোয়াডের হয়ে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হচ্ছেন ব্রুনো। সেই লক্ষ্যে আজ দলীয় অনুশীলনেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর।