স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ২০২৪-এ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ পুলিশ। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের জিমনেসিয়ামে গত ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে দলগত চ্যাম্পিয়ন এবং নারী বিভাগে দলগত রানারআপ হয়েছে পুলিশ।
পুরুষ বিভাগে পুলিশের খেলোয়াড় সাংখে অং খুমী প্রথম রানারআপ এবং আবু সাঈদ রাফি দ্বিতীয় রানারআপ হয়েছেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ জিমন্যাস্টিকস ক্লাব তিনটি স্বর্ণ, চারটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ পদকসহ মোটি ১৩টি পদক পেয়েছে।
গত শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
পুলিশ জিমন্যাস্টিকস ক্লাবের সম্পাদক অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম বিপিএম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুলিশ জিমন্যাস্টিকস ক্লাবের সভাপতি অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএম প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন।