সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার বাঘমারা গ্রামে পারিবারিক কলহে স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পাচহিস্যা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেন (৩৩) ও তার স্ত্রী নাজিরা আক্তারের পারিবারিক বিষয় নিয়া ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায় দেলোয়ার রড দিয়ে তার স্ত্রী নাজিরা মাথায় ও মুখে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক অভিযান পরিচালন করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মৃতের বাবা জয়নাল আবেদীনের অভিযোগের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানায় হত্যা মামলা করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।