২ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

স্বামীর চাহিদা মোতাবেক অর্থ দিতে না পারায় স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) অভিযান চালিয়ে স্বামীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামির নাম আসাদুজ্জামান রনি (২৮)।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসাদুজ্জামান গত ২ জুন বিয়ে করেন। এর কিছুদিন পর আসাদুজ্জামান ইতালি যাওয়ার কথা বলে স্ত্রীর পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করেন। তাঁর স্ত্রীর পরিবারের এই টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় তাঁরা অপারগতা জানান। কিন্তু আসাদুজ্জামান বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। কিছুদিন পর তিনি তাঁর স্ত্রীকে হুমকি দেন, টাকা না দিলে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তিনি গোপনে মোবাইল ফোনে ধারণ করে রেখেছেন। সেই ভিডিও তিনি ফেসবুকে ছড়িয়ে দেবেন। ২৪ আগস্ট আসাদুজ্জামান তাঁর স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট ও জিমেইল হ্যাক করেন এবং তাঁর স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন। এরপর তিনি স্ত্রীকে হুমকি দেন, তাঁর কাছে এমন ছবি-ভিডিও আরও আছে। টাকা না দিলে তিনি সেগুলোও ছড়িয়ে দেবেন।

এই অবস্থায় আসাদুজ্জামানের স্ত্রী জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চান। ৯৯৯ থেকে তাঁকে ২ এপিবিএনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ২ এপিবিএনের সাইবার ইউনিট ভুক্তভোগীর জিমেইল অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং ফেসবুক আইডি থেকে তাঁর ভিডিওগুলো অপসারণ করে। পাশাপাশি এপিবিএন হেডকোয়ার্টার্সের সিআইএ সেলের সহায়তায় উন্নত প্রযুক্তির মাধ্যমে ভুক্তভোগীর স্বামী আসাদুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়। ২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ২ এপিবিএন অভিযান চালিয়ে আসাদুজ্জামান রনিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।