বেশি বেতনে কাজের প্রলোভন দেখিয়ে নিজের স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলেন এক ব্যক্তি। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের তৎপরতায় দেশে ফিরেছেন ওই নারী।
কয়েকটি এনজিওর সহায়তায় সম্প্রতি ভুক্তভোগীকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তিনি বুধবার (১৩ নভেম্বর) আদালতে জবানবন্দি দিয়েছেন।
পিবিআই যশোরের ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম জানান, বছর আটেক আগে যশোরের মো. নাজমুল হোসেনের (৩৫) সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগীর। তাঁদের একটি ছেলে আছে। তিন বছর আগে ভুক্তভোগীকে বেশি বেতনে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যান নাজমুল। এরপর মুম্বাইয়ের একটি পতিতালয়ে বিক্রি করে বাংলাদেশে চলে আসেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে।
এই পুলিশ কর্মকর্তা জানান, আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর। তদন্তের এক পর্যায়ে কয়েকটি এনজিওর সহায়তায় ভুক্তভোগীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।