স্কুল ব্যাগে ৬ কেজি গাঁজা পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা-পুলিশ।
ডিএমপি জানায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে ডেমরা চৌরাস্তার পশ্চিম দিকের লেক এলাকা থেকে আসামি জীবন মজুমদার ওরফে রতনকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল ডেমরা থানা-পুলিশ। এ সময় স্কুল ব্যাগ কাঁধে নিয়ে চেকপোস্ট পাড়ি দিচ্ছিলেন এক যুবক। সন্দেহভাজন ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।