নিহত স্কুলশিক্ষক হা লুয়াং (বামে) এবং তাঁর তিন সন্তান। ছবি-সংগৃহীত

মিয়ানমারের চিন রাজ্যের এক স্কুলে সামরিক জেট থেকে বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে আটজনই শিশু।

গ্রামবাসীর বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয়রা বলেছেন, ‘গত বুধবার পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ভুইলুতে এই হামলা হয়েছে।’ ভুইলুর বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে জানান, রাজ্যের দক্ষিণে ৮০টির কম পরিবারের একটি পাহাড়ি সম্প্রদায়ে বুধবার সন্ধ্যায় সামরিক বিমান থেকে কমপক্ষে দুটি বোমা ফেলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুটি বোমার মধ্যে একটি স্কুলে পড়ে, এতে আটজন শিশু এবং তিনজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই স্কুলের ৩৪ বছর বয়সী শিক্ষক হা লুয়াং, তাঁর মা এবং তাঁর তিনজন সন্তানও আছেন।

নিহত শিশুদের বয়স ৭ থেকে ১১ বছর। এ ছাড়া বোমায় আরও বেশ কয়েকটি বাড়ি এবং গ্রামের দুটি চার্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি বলছে, চিন রাজ্যটি মিয়ানমার জান্তা বাহিনীবিরোধীদের শক্ত ঘাঁটি। রাজ্যটিতে সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেই আছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর থেকে দেশটির উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে বিদ্রোহী ও জাতিগত সশস্ত্র বাহিনীর হামলা ব্যাপক বেড়েছে।

এ নিয়ে সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে বলেছেন, ‘চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা দমনে অকার্যকর ব্যবস্থাপনার কারণে মিয়ানমার ভেঙে যেতে পারে।’ সূত্র: আমাদের সময়।