আফ্রিকার সোমালিয়ায় মার্কিন বাহিনীর অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আঞ্চলিক নেতা বিলাল আল সুদানিসহ ১১ জন নিহত হয়েছেন।

এক মার্কিন কর্মকর্তার বরাতে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অভিযান চালানো হয়।

ওই কর্মকর্তা জানান, আইএস নেতা সুদানিকে আটকের জন্য সোমালিয়ার উত্তরাঞ্চলের একটি পাহাড়ি গুহা কমপ্লেক্সে অভিযান চালান মার্কিন সেনারা। এ সময় বন্দুকযুদ্ধে সুদানিসহ ১১ জন আইএস জঙ্গি নিহত হন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে