নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার ভোরে সোনারগাঁ থানাধীন জামপুর ইউনিয়নের বস্তল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার পুলিশ জানায়, ওই মোড়ে গাউছিয়াগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে সুরেশ চন্দ্র হাওলাদার নামের এক ব্যক্তিকে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
সুরেশ চন্দ্রের বিরুদ্ধে সোনারগাঁ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।