ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। ১৫ মে (সোমবার) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. রাব্বি (২২)।
হাইওয়ে পুলিশ জানায়, ১৫ মে বেলা সোয়া দুইটার দিকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চট্টগ্রামগামী লেনে কাঁচপুর মোড়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় চাঁদাবাজ রাব্বিকে চাঁদার স্লিপ ও নগদ ১ হাজার ২৫০ টাকাসহ গ্রেপ্তার করেছে।