আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯-এর সুরমা জোন পর্বের উদ্বোধন হয়েছে।
হবিগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার প্রতিযোগিতার উদ্বোধন হয়।
খেলায় সুরমা জোনের আওতাধীন ৬টি জেলার (সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী) খেলোয়াড়েরা অংশ নেন।
হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান।
জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম।