জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে সিলেট সদর উপজেলার পীরপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট মহানগরের জালালাবাদ থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজন সুরমা নদীতে লাশ ভাসতে দঃখঃ ৯৯৯-এ ফোন করে। ফোন পেয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন, উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম ও মো. আসাদুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সদস্যরা আবদুল কাদির (২৩) নামের ওই যুবকের লাশ উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, আবদুল কাদিরের বাড়ি জালালাবাদ থানার মইয়ারচর গ্রামে। তবে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে মহানগরের কোতোয়ালি থানাধীন কানিসাইল এলাকায় থাকতেন। বুধবার ভোর পাঁচটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।
সকালে এ ঘটনায় কাদিরের স্ত্রী মাছুমা বেগম (২০) কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্যাহ জানান, কাদিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।