
মানবতার বন্ধনে রংপুর নামের সংগঠনের উদ্যোগ এবং কমিউনিটি পুলিশ রংপুর মেট্রোপলিটন কমিটি ও রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার সহযোগিতায় এতিমখানা ও মাদ্রাসার শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানাধীন দর্শনায় মানবতার বন্ধনে এতিমখানা ও মাদ্রাসার শিশুদের হাতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এতিম শিশুদের হাতে প্যাকেট তুলে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম।
ওই সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।