সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পৌরসভা এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।

এ সময় মণ্ডপে আগত ব্যক্তিদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন পুলিশ সুপার। এ ছাড়া পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।