সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ওয়াসিমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছেন। এ সময় ১ লাখ ৬২ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনসামগ্রী ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনের রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরা কারবারের সঙ্গে জড়িত সুনামগঞ্জ সদর থানার পুরাতন গোদিগাঁও গ্রামের মোবারক হোসেনের ছেলে শামীম রানাকে (২৪) গ্রেপ্তার করা হয়। শামীম রানার কাছে থাকা ভারতীয় ১৬৮ পিস অলিভ অয়েল, ২৩৪ পিস জনসন বেবি লোশনসহ ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারের সময় শামীম জব্দ করা ভারতীয় প্রসাধনসামগ্রীর আমদানি-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় প্রসাধনসামগ্রী বিক্রির উদ্দেশে পরিবহন করায় তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করাসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।