সুনামগঞ্জ জেলা পুলিশের মার্চ মাসের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহর সভাপতিত্ব এবং জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধরের সঞ্চালনায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার কল্যাণ সভায় অফিসার-ফোর্সদের বিভিন্ন প্রস্তাব ও সমস্যার বিষয় মনোযোগ দিয়ে শুনেন এবং উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, সর্বোচ্চ পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধারসহ পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার দেওয়া হয়।