সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে একদিনে পরোয়ানাভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (৫ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ জানায়, জিআর পরোয়ানাভুক্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটজন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ১১ জন, অন্যান্য মামলায় তিনজন এবং ৫৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।