মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।

সভার শুরুতে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। একই সঙ্গে সমস্যা সমাধান করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

গত সেপ্টেম্বর মাসে মাদক উদ্ধার ও সর্বোচ্চ পরোয়ানা তামিলের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হয় সভায়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, জেলার সব থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে বেলা ১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সব থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।