সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ আসামিকে গ্রেপ্তার করেছে।
এর মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ০৫ জন (ছাতক-০৪, জগন্নাথপুর-০১); সিআর ওয়ারেন্টভুক্ত-১৩ জন (ছাতক-০৬, দোয়ারাবাজার-০৩, তাহিরপুর-০৩, বিশ্বম্ভরপুর-০১); মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-০১ জন, অন্যান্য মামলায়-০৯ জন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ৪ জন আসামি রয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টাযর অভিযানে ১৬টি ইয়াবা বড়ি মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।