সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী দুই ব্যক্তিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে ৯৬ লিটার চোলাই মদ ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গত বুধবার (৯ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং ছাতক থানা এলাকার আব্দুল করিম।
সুনামগঞ্জ জেলা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুজন, সিআর পরোয়ানাভুক্ত একজন, জিআর পরোয়ানাভুক্ত চারজন, সাজা পরোয়ানাভুক্ত একজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজন এবং অন্যান্য মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।