সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর আগে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ পুলিশ ও জেলা প্রশাসন কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।