সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫৩ আসামিকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন থানা এলাকায় ৭ এপ্রিল (শুক্রবার) থেকে ৮ এপ্রিল (শনিবার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় জিআর মামলার পরোয়ানাভুক্ত ১৭ জন (সদর থানা এলাকা থেকে একজন, দোয়ারাবাজার থানা এলাকা থেকে তিনজন, তাহিরপুর থানা এলাকা থেকে দুজন, বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে দুজন, শান্তিগঞ্জ থানা এলাকা থেকে নয়জন), সিআর পরোয়ানাভূক্ত ২০ জন (জগন্নাথপুর থানা এলাকা থেকে পাঁচজন, তাহিরপুর থানা এলাকা থেকে একজন, বিশ্বম্ভরপুর এলাকা থেকে সাতজন, দিরাই এলাকা থেকে দুজন, শাল্লা থানা এলাকা থেকে পাঁচজন), জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন (সদর), সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন (জগন্নাথপুর), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়জন (সদর থানা এলাকা থেকে দুজন, বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে একজন, জগন্নাথপুর থানা এলাকা থেকে একজন, দোয়ারাবাজার থানা এলাকা থেকে দুজন), অন্যান্য মামলায় সাতজন (সদর থানা এলাকা থেকে ছয়জন ও জামালগঞ্জ থানা এলাকা একজন) এবং ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় একজনসহ মোট ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।