সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে। দোয়ারাবাজার থানা-পুলিশ ৯ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে থানা এলাকায় অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার আসামির নাম কবির হোসেন (৫৫)। তাঁর কাছ থেকে ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশের একটি দল থানার রামছাইরগাঁও গ্রামে ৯ নভেম্বর বেলা দেড়টার দিকে অভিযান পরিচালনা করে ৭৫ বোতল বিদেশি মদসহ কবিরকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।