সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জের জামালগঞ্জ থানা-পুলিশ ১৮ জুলাই (মঙ্গলবার) রাতে অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার আসামির নাম স্বপন কুমার বর্মণ (৬০)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা-পুলিশ ১৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামে অভিযান চালিয়ে স্বপন কুমার বর্মণকে ১৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।