সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নবনির্মিত বিপণিবিতান উদ্বোধন করা হয়েছে।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী আজ শুক্রবার (১৭ মে) দুপুর সোয়া ১২টায় সুনামগঞ্জ সদর থানাসংলগ্ন এ বিপণিবিতান ফুল ও কেক কেটে শুভ উদ্বোধন করেন।
পরে তিনি পুনাক বিপণিবিতান এবং পুলিশ শপিং মল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিপণিবিতানের পণ্যসামগ্রীর মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় সিলেট রেঞ্জ পুনাক উপদেষ্টা রোকেয়া খাতুন, সিলেট মেট্রোপলিটন পুনাক সভানেত্রী রুমানা নাহিদ, আরআরএফ পুনাক সভানেত্রী লিমা বেগম, সুনামগঞ্জ জেলা পুনাক সভানেত্রী নুরুন্নাহার মুনমুন, সাধারণ সম্পাদিকা সুনন্দা দাস, কোষাধ্যক্ষ মিসেস মাশরুফা তানিয়া, সদস্য মিসেস শতদ্রু সাহা উপস্থিত ছিলেন।
এরপর সুনামগঞ্জ জেলা পুনাকের উদ্যোগে এবং জেলা পুলিশের সহযোগিতায় পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুনাক সভানেত্রী প্রধান অতিথি হিসেবে যোগদান করে অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ১২০ জন দুস্থ নারীকে বস্ত্র দেওয়া হয়।
পরে পুনাক সভানেত্রী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুনাক সদস্যদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় জেলা পুনাকের কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। পুনাক সভানেত্রী জেলা পুনাক সদস্যদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বইতে তাঁর মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। সভা শেষে জেলা পুনাকের পক্ষ থেকে পুনাক সভানেত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে বেলা ১১টায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সাথে পুনাক সভানেত্রী সুনামগঞ্জ জেলা সার্কিট হাউসে উপস্থিত হন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পুনাক সভানেত্রী মিসেস নুরুন্নাহার মুনমুনসহ জেলা পুনাকের অন্য সদস্যবৃন্দ।