সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলের দিকে সুনামগঞ্জ সদর থানাধীন নীলাদ্রি বাস কাউন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি লাইলী বেগম জহুরার (৩৭) বাড়ি সুনামগঞ্জ সদর থানা এলাকায়।
ডিবি সুনামগঞ্জের উপপরিদর্শক (এসআই) পলাশ চৌধুরী দিপন জানান, আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।