সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮৪ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) রাতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর-পলাশ বাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামি নাঈম মিয়া (২১) বিশ্বম্ভরপুর থানাধীন দুধপুর গ্রামের বাসিন্দা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।
সুনামগঞ্জ ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ চৌধুরী দিপন জানান, বিশ্বম্ভরপুর থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।