বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা।

গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সব বীর মুক্তিযোদ্ধার সঙ্গে পরিচিত হন। পরে তিনি জেলার আইনশৃঙ্খলা বিষয়ে বীর মুক্তিযোদ্ধাদের মতামত জানতে চান। বীর মুক্তিযোদ্ধারা জেলার বাসস্ট্যান্ড, কিশোর গ্যাং, চুরির ঘটনা, পুলিশের টহল ডিউটি, থানায় বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সহায়তা করা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, বীর মুক্তিযোদ্ধাদের উত্থাপিত সব বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ ও সহায়তা করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।