নোয়াখালীর সুধারামে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ৭ আগস্ট রাতে আসামিরা সুধারাম মডেল থানাধীন চরমটুয়া ইউনিয়নের মনারখিল এলাকায় সুমি আক্তারের বসত বিল্ডিং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা মারধর ও মৃত্যুর ভয় দেখিয়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও টাকা লুণ্ঠন করে নেন। এ ঘটনায় সুধারাম মডেল থানায় ৮ আগস্ট মামলা হয়।
ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামি রুবেল (২৮), জাহাঙ্গীর আলম (৩৮), হারুন ওরফে হোরন (৩৫), খুরশিদ আলম (৬০) ও মোশারফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে সুধারাম মডেল থানা-পুলিশ।