সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ। ছবি: রয়টার্স

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত ও অনেক আহত হয়েছেন।

বুধবার কয়েক হাজার সুদানি রাজধানী খার্তুম এবং বাহরি ও ওমদুরমান শহরের রাস্তায় নেমে সামরিক অভ্যুত্থানবিরোধী মিছিল করে, তারা বেসামরিক কর্তৃপক্ষের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর ও ২৫ অক্টোবরের অভ্যুত্থানকারী নেতাদের বিচারের দাবি জানায়। তিনটি শহরেই প্রতিবাদকারীদের জমায়েতে বাধা দিতে নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও গুলি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মোবাইল ফোনের নেটওয়ার্কও বন্ধ রাখা হয়।
সুদানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বিক্ষোভকারী ও পুলিশ, উভয় পক্ষেই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে শুধু আহতের কথা জানানো হলেও সামরিক শাসনের বিরুদ্ধে এক মাস ধরে চলা বিক্ষোভে বুধবার সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল।
সামরিক শাসনবিরোধী আন্দোলনের সঙ্গে মিত্রতা ঘোষণা করা সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি বলেছে, ‘অভ্যুত্থানকারী বাহিনীগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় বুলেট ব্যবহার করেছে, আর এতে বহু মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।’

তবে শুধু বাহরি শহরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। সূত্র: রয়টার্স।