ছবি : সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৬৮ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কো-অর্ডিনেশন ফর রিফুজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর মুখপাত্র আদম রেগাল বলেন, গত শুক্রবার এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় রোববার (২৪ এপ্রিল) অন্তত ১৬০ জন নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ৯৮ জন।

সংঘর্ষ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে