সুদানের অশান্ত দারফুর অঞ্চলে আরব ও অনারব গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে নিহতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে বলে ১৪ জুন (মঙ্গলবার) জানিয়েছে জাতিসংঘ।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল জেনিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে কোলবাস অঞ্চলে ৬ জুন আরব রিজিগাট এবং অনারব গিমির উপজাতির মধ্যে সর্বশেষ লড়াই শুরু হয়। রিজিগাট ও গিমির গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে একটি জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি উপজাতির অন্য সদস্যরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জুন থেকে ১১ জুনের মধ্যে, সংঘাতের কারণে ১২৫ জনের বেশি লোক নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। জাতিসংঘ বলেছে, গিমির সম্প্রদায়ের ১০১ জন এবং রিজিগাটের ২৫ জন নিহত হয়েছে।