সিলেট রেঞ্জের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম) সপরিবারে হবিগঞ্জে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার (২৪ জুন) হবিগঞ্জ সার্কিট হাউসে ডিআইজিকে ফুলেল অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
ডিআইজি মিজান শাফিউর রহমানের সহধর্মিণীকে ফুলেল অভ্যর্থনা জানান হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী তাহেরা রহমান। এ সময় ডিআইজিকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরে সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ শ্রীশ্রী নরসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সনাতন ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিআইজি। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইসকন খুলনার প্রধান উপদেষ্টা ড. তপচৈতন্য দাস ব্রহ্মচারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তোয়াহা ইয়াছিন হোসেন, ডিএসবির ডিআইও-১ রফিকুল ইসলাম, সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা, জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম।